লালমনিরহাটের কালীগঞ্জ উপজলোর সীমান্তবর্তী চন্দ্রপুর ইউনিয়নের প্রত্যন্ত নওদাবাস গ্রামের শিক্ষক দম্পতি রাশদেুল আলম ও আসমা খাতুনের বোতল বাড়িতে “ইত্যাদির টিম। বুধবার দুপুরে “হানিফ সংকেত পরিচালিত ইত্যাদির টিমটি বোতল বাড়িটি পরিদর্শন করেন। ইত্যাদির টিমটি আসার কথা শুণে ওই এলাকার শতশত মানুষ বোতল বাড়িতে ভির জমায়। ইত্যাদির ক্যামেরায় বোলবাড়ির দৃশ্য ধারন করেন।

কালীগঞ্জ শিক্ষক সানি জানান,খবরটি শুনে আমিও বোতলবাড়িতে ছুটে গিয়েছি। আমাদের এলাকার বোতল বাড়িটি এবার ইত্যাদি অনুষ্ঠানে দেখান হবে তাই আনন্দ প্রকাশ করছি । ইত্যাদির মাধ্যমে আমাদের এই অবহেলীত লালমনিরহাট জেলা চিত্র তুলে ধরবে। শুকানদিঘির আজিজুল বারী বলেন, কালীগঞ্জের বোতল বাড়ি এখন একটি ঐতিহ্যে পরিনিত হয়েছে। বোতল বাড়ির মালিক রাশেদুল আলম (৩৩) বলেন, ইত্যাদি টিম আমার বোতল বাড়িতে এসে বাড়ির চারদিকের দৃশ্য ক্যামেরায় ধারন করে নিয়ে যান। ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানান।