বগুড়ায় শহরের বাদুরতলা এলাকায় ধর্ষনের শিকার এক তরুনী ও তার মা কে পৌরসভার এক মহিলা কাউন্সিলর সহ ধর্ষকের পরিবারের লোকজন অমানুষিক নির্যাতন করে মাথা নেড়ে করে দেয়ার মামলায় গ্রেফতারকৃত এক জন আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী দিয়েছে। ধর্ষক তুফান সরকার সহ তার দু’ সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই রিমান্ড মঞ্জুর করেন। ধর্ষনের মত জঘন্য ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুফান সরকারকে বগুড়া শহর শ্রমিক লীগের আহবায়ক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে প্রথম আলো বন্ধু সভা, সুজন, উদীচীসহ বগুড়ার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহরের সাতমাথায় মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। অপর দিকে জেলা প্রশাসন ওই ঘটনায় জনপ্রতিনিধির সম্পৃক্ততা সহ নির্যাতিত মা ও মেয়েকে প্রয়োজনীয় আইনগত সহযোগীতার জন্য ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুস সালামকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসসক নুরে আলম সিদ্দিকী রবিবার নির্যাতিত তরুনীর খোঁজ খবর নিতে মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এসময় তিনি তার সঙ্গে কথা বলেন। তিনি জানান তরুনীর লেখাপড়া, চিকিৎসা ও আইনগত সহযোগীতার বিষয়ে জেলা প্রশান কাজ করবে।পুলিশ সুত্র জানায় গ্রেফতারকৃত ধর্ষক তুফান সরকারের সহযোগী আতিক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মামলায় অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেস্টা চলছে বলে তদন্তকারী কর্মকতা জানিয়েছেন।

উল্লেখ্য এবছর এসএসসি পাস করা ওই তরুনীকে ভালো কলেজে ভর্তি করে দেয়ার নাম করে শহর শ্রমিক লীগের আহবায়ক তুফান সরকার ১৭ জুলাই শহরের চকসুত্রাপুর কসাইপাড়া এলাকায় তার বাড়িতে নিয়ে ধর্ষন করে। এঘটনার পর ধর্ষকের স্ত্রী ও তার পরিবারের লোকজন অপবাদ দিয়ে শুক্রবার দুপুরে ধর্ষিতা তরুনী ও তার মা’কে বাদুরতলা এলাকায় মহিলা কাউন্সিল তুফান সরকারের স্ত্রীর বড় বোন মার্জিয়া হাসান বাড়িতে নিয়ে যায়। সেখানে ধর্ষিতা তরুনী ও মাকে নির্যাতন করে মা-মেয়ের মাথার চুল কেটে ন্যাড়ে করে দেওয়া হয়। পরে ধর্ষিতা তরুনীকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে রবিবার বিকেলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ধর্ষক তুফান সরকার, তার সহযোগী আলী আজম দিপু ও রূপমকে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন জানালে ম্যাজিষ্ট্রেট প্রত্যেকের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল জানান, বগুড়া শহর শ্রমিক লীগের আহবায়ক তুফান সরকারকে বহিস্কার করা হয়েছে।