শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ধর্ষণের শিকার ছাত্রী ও তার মাকে নির্যাতন করে ন্যাড়া করে দেয়ার সঙ্গে জড়িত বগুড়া পৌরসভার কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি ও তার মা রুমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বগুড়া ডিবি পুলিশের একটি দল পাবনা শহর থেকে তাদের গ্রেফতার করেছে। তবে অপর নির্যাতনকারী তুফানের স্ত্রী আশা খাতুন ধরা পড়েনি।

বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল রোববার রাত সাড়ে ৭টার দিকে পাবনা শহর থেকে রুমকি ও তার মা (তুফানের শাশুড়ি) রুমা খাতুনকে গ্রেফতার করে। রাত সাড়ে ৮টায় এ খবর পাঠানোর সময় পুলিশ সদস্যরা তাদের নিয়ে বগুড়ার দিকে রওনা হয়েছেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, অপর আসামি আশা খাতুন এবং অন্যদের গ্রেফতারে করতে কয়েকটি টিম মাঠে রয়েছে। তারা শিগগিরই ধরা পড়বে বলে তিনি আশা করেছেন।