জার্মানির কনসট্যান্স শহরের একটি নৈশক্লাবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেকেই। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন। স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রক্তাক্ত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র বলেন, নৈশক্লাবের হামলার সময় বেশিরভাগ অতিথিই পালিয়ে অথবা লুকিয়ে নিজেদের রক্ষা করেন। হামলাকারীর গুলিতে একজন নিহত হয়েছেন। হামলার একপর্যায়ে পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয় বন্দুকধারীর। তখন পুলিশের গুলিতে নিহত হন তিনি। হামলার কারণ জানা যায়নি।