রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা শনিবার রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে আইন করতে রাজি হওয়ার পর রোববার হোয়াইট হাউজ এ কথা জানায়। যদিও এ ব্যাপারে ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান জানা যায়নি।

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার বিষয়েও একমত হয়েছে সিনেট ও প্রতিনিধি পরিষদ। নিষেধাজ্ঞা বিল নিয়ে মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার মার্কিন নির্বাচন নিয়ে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সিনেট ইন্টিলিজেন্স কমিটির কাছে হাজির হওয়ার আগে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন রাশিয়ার সঙ্গে অনুচিত কোনো যোগাযোগ হয়নি তার। কুশনার তার ব্যবসায়িক কর্মকাণ্ডে রাশিয়ার তহবিলের ওপর নির্ভর করার কথাও অস্বীকার করেছেন।