কনুঁই’র ইনজুরির কারনে ছয় থেকে ১২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচকে। তাই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে খেলতে পারবেন না তিনি। এমনটাই জানিয়েছেন জকোভিচের চিকিৎসক।সদ্য শেষ হওয়া বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন টেনিসে, কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের বিপক্ষে ম্যাচ চলাকালীন ডান কনুঁইতে আঘাত পান জকোভিচ। এরপর বাধ্য হয়েছে ম্যাচ ছেড়ে দেন তিনি।

এরপর নিজের সুস্থতার জন্য সার্বিয়ার ডেভিস কাপ দলের ডাক্তার জেডেনকো মিলিনকোভিচের কাছে রিহ্যাব চলছিল নোভাকের। সুস্থতার জন্য রিহ্যাব চললেও ইউএস ওপেনের আগে জকোভিচ সম্পূর্ণ সুস্থ হতে পারবেন না বলে জানিয়ে দিলেন ডেসলাভ। তিনি বলেন, নোভাক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, সুস্থ হতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে তার এবং পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরতে সময় লাগবে প্রায় ১২ সপ্তাহ। এমন অবস্থা হলে ইউএস ওপেনে খেলতে পারবেন না তিনি।