আফগানিস্তানের রাজধানীকাবুলে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা আরো ১০ জন বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা।এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে কাবুলের পশ্চিম অংশে এই হামলায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছিলেন তিনি।হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। আফগানিস্তান সরকারের উপপ্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকিকের বাড়ির কাছে বিস্ফোরণটি ঘটানো হয়েছে।শহরের এই অংশটিতে মূলত শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস।পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে । হামলার লক্ষ্যস্থল কী ছিল তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে তারা।বিস্ফোরণে দেশটির খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি ছোট বাস ধ্বংস হয়ে গেছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। নিহত ১৩ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে ও আহত ১৭ জনকে ভর্তি করা হয়েছে বলে কাবুলের সিটি হাসপাতালের পরিচালক সালিম রাসৌলি জানিয়েছেন। কাবুলের একটি মসজিদে ‘আইএস’ এর হামলায় চারজন নিহত হওয়ার দুই সপ্তাহের মাথায় এই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।গত মে মাসে কাবুলের কূটনৈতিকপাড়ায় ট্রাকে বিস্ফোরক বোঝাই করে চালানো এক আত্মঘাতী হামলায় অন্তত দেড়শ মানুষের মৃত্যু হয়।হামলা-সহিংসতার কারণে চলতি বছরের প্রথমার্ধেই আফগানিস্তানে অন্তত ১৬৬২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।