বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরণ অনশনে যোগ দেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী অনশন ভেঙ্গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় তারা অনশন ভাঙ্গেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন পানি খাইয়ে তাদের অনশন ভাঙ্গান। প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে কাজ করবে বলে শিক্ষার্থীদের আশ্বাস প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার থেকে আমরণ অনশনে যোগ দেয় দুই শিক্ষার্থী। পরে রোববার ও সোমবার আরও ৬ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেয়। এদিকে জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সমর্থিত শিক্ষকরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন বিভাগ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।