তারকা জুটি সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। একজন জনপ্রিয় অভিনেত্রী অন্যজন নির্মাতা। ২০০৮ সালের ৭ জুলাই বিয়ে করে একসঙ্গে সংসার শুরু করেন তারা। গতকাল ৭ জুলাই ছিল তাদের নবম বিয়ে বার্ষিকী। সকাল থেকেই ভক্ত, বন্ধু আর নিকটজনদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছিলেন তারা।  বিয়ে বার্ষিকীতে সাধারণত কোনো অনুষ্ঠান করে থাকেন না এই তারকা দম্পতি। তবে এবার ঘরোয়া ভাবে একটি পার্টির আয়োজন করেছিলেন। আর এই পার্টিতে উপস্থিত হয়েছিলেন শোবিজের অনেকেই। এদের মধ্যে রয়েছেন বিপাশা হায়াত, রুনা খান, অনিমেষ আইচ, ভাবনাসহ আরো অনেকেই। কেক কেটে শুরু হয় বিবাহ বার্ষিকীর পার্টি। আনন্দ আড্ডা, উল্লাস আর গল্পে গল্পে দীর্ঘ রাত পর্যন্ত চলে এই পার্টি।