ঐতিহাসিক দিনগুলো স্মরণীয় করে রাখার জন্য বেশিরভাগ মানুষই সংবাদপত্র কিনে থাকেন। তবে এবার বোধহয় এই রীতির পরিবর্তন হলো। এখন থেকে কাস্টোমাইজড ফোন কেনা শুরু করবে গোটা বিশ্ব। ঠিক সেরকমই করেছে রাশিয়ার এক ফোন-কাস্টোমাইজেশন প্রতিষ্ঠান।

জার্মানীর হামবুর্গে চলমান জি-২০ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাস্প এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠককে স্মরণীয় করে রাখতে দুই নেতার সিলযুক্ত নোকিয়া ৩৩১০ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ফোনটির পিছনে দুই নেতার গোল্ড প্লেটেড মুখচ্ছবি যুক্ত করা হয়েছে। ফোনটির মাঝখানের বাটনে জি-২০ সম্মেলনের লোগো যুক্ত করা হয়েছে। ডিভাইসটির পুরো বডিটি টেম্পারড টাইটেনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। তা ছাড়া সম্মেলনের স্থান এবং যাবতীয় তথ্যাদি ফোনটির পিছনে খোদাই করা হয়েছে। ডিভাইসটির দাম রাখা হয়েছে ২,৫০০ মার্কিন ডলার।

ফোনটির ডিজাইনরা ক্যাভিয়ার তার ওয়েবসাইটে জানান, ডিভাইসের পিছনে থাকা দুই নেতার একই ধরণের ছবি নেওয়া হয়েছে যেখানে তারা এক দিক মুখ করে তাকিয়ে আছেন। ক্যাভিয়ার বলেন, ছবিটি যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নতির সম্মিলিত ইচ্ছাকে প্রকাশ করে।