নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার, হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত সোহেল মাহফুজসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় আজ ভোরে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করে।
জেলা পুলিশ সুপার (এসপি) টিএম মুজাহিদুল ইসলাম বাসস’কে জানান, পুলিশের হেফাজতে থাকা সোহেল মাহফুজকে ঢাকায় পাঠানো হচ্ছে।

তিনি জানান, গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত সোহেল মাহফুজ গতবছরের এ হামলায় আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। তিনি আরো জানান, শুক্রবার রাতে শিবগঞ্জে অভিযান চালিয়ে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ও তার তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশান হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা চালিয়ে ২ জন পুলিশ সদস্য এবং ২০ জন দেশি-বিদেশিকে নৃশংসভাবে হত্যা করে। এর মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি নাগরিক। পরদিন ভোরে সেনাবাহিনীর অভিযানে ৫ জঙ্গিসহ ৬জন নিহত হয়।