ভবিষ্যতের উন্নতির জন্য অতীত থেকে শিক্ষা নিতে হয়। নয়তো প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে উন্নয়নের ধারা ব্যাহত হয়। দেশের মানুষের যে উন্নতি হওয়ার কথা ছিল সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। একই সঙ্গে রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিদের সহায়তায় এলিট শ্রেণি গড়ে ওঠে। তাদের পৃষ্ঠপোষকতায় ক্ষমতা দখরকারীরা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালায়।এসময় আওয়ামী লীগ প্রধান আরও বলেন, দখলকারীরা ক্ষমতায় টিকে থাকার জন্য রাজপথে আন্দোলন করা আওয়ামী লীগ ও দলটির অনুসারিদের উপর অত্যাচার-নির্যাতন চালায়। তাই অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ অতীতের শিক্ষা ছাড়া ভবিষ্যতের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আর অত্যাচারের কথাও মনে রাখতে হবে।