গাজীপুরে ছেলে বাসায় বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃহস্পতিবার এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতের নাম আয়েশা বেগম (৭০)। সে ময়মনসিংহের নান্দাইল থানার আহমদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন ও নিহতের ছেলে দুলাল মিয়া জানান, গ্রামের বাড়ি থেকে গত মঙ্গলবার আয়েশা বেগম গাজীপুরের গাজীপুরায় তার ছেলে দুলাল মিয়ার বাসায় বেড়াতে আসেন। বেড়ানো শেষে দশ বছর বয়সী নাতি আসিককে নিয়ে আয়েশা বেগম বৃহস্পতিবার সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে তারা জয়দেবপুর রেলওয়ে জংশন ষ্টেশনে যাওয়ার জন্য রেললাইনের উপর দিয়ে হাটছিলেন। এসময় পিছন দিক থেকে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আয়েশা বেগম ঘটনাস্থলেই মারা যায়। তবে তার নাতি আশিক অক্ষত অবস্থায় রক্ষা পায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের নাতি আসিক বলেন, ট্রেন আসতে দেখে আমি দাদিকে অনেক ডাকা ডাকি করেছি এবং হাতে ধরে টানও দিয়েছি, কিন্তু দাদি শোনেন নি,পরে আমি লাফ দিয়ে লাইন থেকে নেমে যাই।