ফেনীতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব’র) সাথে বন্দুকযুদ্ধে জেলার চিহ্নিত সন্ত্রাসী রুাহেল নিহত হয়েছে। সোমবার ভোরে ফেনী শহরের বিরিঞ্চি এলাকার সামসুল হক চেয়ারম্যান বাড়ীতে বন্ধুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পায় রুটি সোহেল ও তার অনুসারীরা অস্ত্রসহ ও এলাকায় অবস্থান করছে। খবরের আলোকে ওই এলাকায় অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সোহেল।
র্যাবও পাল্টা গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়। এর কিছুক্ষন পর সে মারা যায়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলভার ও গুলি উদ্ধার করা হয়। ফেনী পৌরসভার বিরিঞ্চি হাঙ্কার এলাকার আব্দুল খালেক খোনার বাড়ির জাফর আহমদের ছেলে এই পেশাদার সন্ত্রাসী রুটি সোহেল। ওই এলাকার ব্যবসায়ী আবু সাইদ হত্যা মামলা, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতিপক্ষের উপর হামলা, মাদক ব্যবসাসহ বিভিন্ন ঘটনায় মোট ছয়টি মামলা ও বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী রুটি সোহেল।