চীনে বড়ো ধরণের ভূমিধস হয়েছে। দেশটির উদ্ধারকর্মীরা পাথর ও মাটি খুঁড়ে শনিবার ভূমিধসে চাপাপড়াদের উদ্ধারে চেষ্টা চালাচেছ।দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি গ্রামে পাহাড় ধসে ১৪০ জনের বেশি লোক মাটি চাপা পড়ে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাওক্সিয়ান কাউন্টির সরকার জানায়, পাহাড় ধসে জিনমো গ্রামের ৪০টির বেশি বাড়িঘর চাপা পড়েছে। উদ্ধার কর্মীরা এক দম্পতি ও একটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।ভূমিধসে নদী তীরবর্তী দুই কিলোমিটার এলাকা ও ১.৬ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে গেছে।খবর এএফপি’র।উদ্ধারকর্মীরা দড়ির সাহায্যে পাথর সরা”েছ। এছাড়াও তারা ধ্বংসস্তুপের ভেরত আটকা পড়া জীবিত লোকের সন্ধানে তল্লাশী চালাচেছ।পাথর ও কাদামাটির ধ্বংসস্তুপ সরাতে বুলডজার ও ভারী খননযন্ত্র ব্যবহার করা হচেছ।চিকিৎসাকর্মীদেরকে একটি রাস্তায় এক নারীকে চিকিৎসা দিতে দেখা গেছে।উদ্ধার অভিযানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওয়াং ইয়ংবো বলেন, ধ্বংসস্তুপের ভেতর চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।স।স্থানীয় পুলিশ ক্যাপ্টেন চেন তিয়েবো বলেন, এই অঞ্চলে সাম্প্রতিক প্রবল বর্ষণের কারণেই ভূমিধসটি হয়েছে।সিসিটিভি জানিয়েছে, প্রায় ৫শ’ লোক উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।