সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসা ও নগর উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও সুইডেন। বৃহস্পতিবার স্টকহোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ মতৈক্য হয়।
একইদিন শেখ হাসিনা স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় যোগ দেন। এ সময় তিনি ধ্বংস, হত্যাযজ্ঞ ও দুর্নীতি ছেড়ে বিএনপি নেত্রীকে সঠিক ও সুস্থ রাজনীতির পথে আসার আহ্বান জানান।সুইডেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বৃহস্পতিবার স্টকহোমে সুইডিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসা ও নগর উন্নয়নে একযোগে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর দু’দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কের দ্বার উন্মোচন করবে বলে এ সময় মন্তব্য করেন সুইডিশ প্রধানমন্ত্রী। পরে তার সম্মানে আয়োজিত সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যাহ্ন ভোজে যোগ দেন শেখ হাসিনা।পরে প্রধানমন্ত্রী স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।এসময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে উন্নত করা আর বিএনপির উদ্দেশ্য দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া।২০১৪ সালের নির্বাচনে ‘না আসার ভুল’ থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ারও আহবান জানান প্রধানমন্ত্রী। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।এর আগে প্রধানমন্ত্রী রয়্যাল ক্যাসেল-এ সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দেশটির পার্লামেন্ট পরিদর্শন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠকে মিলিত হন।এছাড়াও সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেল্লা লাভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মরগান জোহানসনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন।