ঈদের অগ্রিম টিকেট বিক্রির শেষ দিনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে তুলনামূলকভাবে কম ভিড় দেখা গেছে।শুক্রবার সকাল ৮টায় কাউন্টার খোলার পর যাত্রীরা ২৫ জুনের যাত্রার টিকেট কিনতে পেরেছেন অন্যদিনের চেয়ে সহজে। তবে তিস্তাসহ কয়েকটি ট্রেনের টিকেটের চাহিদা ছিল অন্যদিনের মতই।সকাল ১০টার দিকে কাউন্টারের সামনের ভিড় কমতে থাকে। রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট রুটের ট্রেনের টিকেট কাউন্টার প্রায় ফাঁকা হয়ে যায়।এবার রোজার ঈদে সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ২৬ জুন ঈদ হতে পারে।তার আগে ২৩ ও ২৪ জুন শুক্র-শনির সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ায় অনেকেই ওই দুই দিনের টিকেট কিনেছেন। ফলে ঈদের আগের দিনের, অর্থাৎ ২৫ জুনের টিকেটের চাহিদা ছিল তুলনামূলকভাবে কম।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কাউন্টার খুলতেই অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীরা উল্লাস করে ওঠেন। শুরু হয় ২৪ জুনের ঈদযাত্রার টিকিট বিক্রি। উপচে পড়া ভিড়ে দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে অধিকাংশের মুখে ছিল হাসি।তবে আগের দিনের মতো গতকালও কয়েকটি পথে চাহিদা অনুযায়ী ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রতি (এসি) কোচের টিকিট পাননি বলে অভিযোগ করেন টিকিটপ্রত্যাশীরা।সকাল আটটায় টিকিট বিক্রি শুরুর অল্প সময় পর দিনাজপুরগামী তিস্তা এক্সপ্রেসের এসি কোচের টিকিট শেষ হয়েছে বলে জানান স্টেশনের কাউন্টারের কর্মচারীরা। তখন হইচই ও হট্টগোল শুরু হয়। পরে শোভন চেয়ার, শোভনের টিকিট কিনে তাঁদের সন্তুষ্ট থাকতে হয়।ঈদ উপলক্ষে রেলওয়ে গত সোমবার থেকে আন্তনগর ও বিশেষ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। শুক্রবার অগ্রিম টিকিট বিক্রি শেষ হবে।

রেলওয়ে সূত্র জানায়, ২৪ হাজার ৬০৮টি টিকিট বিক্রির জন্য বরাদ্দ ছিল। এর মধ্যে ৬৫ শতাংশ কাউন্টার থেকে, ২৫ শতাংশ মোবাইল ফোন বা অনলাইনের মাধ্যমে, ৫ শতাংশ ভিআইপিদের জন্য এবং ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্তাদের জন্য বরাদ্দ। স্টেশনে টিকিটপ্রত্যাশীদের অনেকেই এসেছেন গতকাল ভোররাতে সাহ্রির পর। তবে কাউন্টারের সামনে দীর্ঘ সারির প্রথম দিকের কেউ কেউ গত বুধবার থেকে আছেন বলে জানান। চাকরিজীবী তানজিমউদ্দিন বুধবার রাত থেকে স্টেশনে ছিলেন। লম্বা সারির শুরুর দিকে থাকলেও এসির চারটি টিকিট পাননি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি শোভন চেয়ারের টিকিট কিনতে বাধ্য হন।আবার দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্খিত টিকিট পেয়ে অনেকে স্বস্তি প্রকাশ করেন। ঈদের ছুটিতে পরিবারকে নিয়ে চট্টগ্রামে যাবেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রশান্ত কুমার মল্লিক। সুবর্ণ এক্সপ্রেসের এসির টিকিট হাতে পেয়ে একগাল হেসে বললেন, কষ্টটা সার্থক। ঈদে আরাম করে বাড়ি যেতে পারব, তা ভাবতে বেশ আনন্দ লাগছে।সকালে দেওয়ানগঞ্জ ও কিশোরগঞ্জের ট্রেনের টিকেট কাউন্টারের সামনে কিছুটা ভিড় দেখা গেলেও পড়ে তা কমে আসে।দিনাজপুরের দ্রুতযান, একতা, নীল সাগর এক্সপ্রেসের টিকেট ছিল, তবে লোকজন ছিল কম। একই অবস্থা ছিল রংপুর এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেসের কাউন্টারের সামনেও।সকাল ১০টার দিকে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের ট্রেনের কাউন্টার প্রায় ফাঁকা হয়ে যায়।

রাজশাহীর পদ্মা এক্সপ্রেসের টিকেট কেনার পর ব্যবসায়ী রানা ইসলাম বলেন, ভিড় গতকালের চেয়ে কম। আজকে অনেক সহজে টিকেট পেয়েছি। বেশি ভোগান্তি পোহাতে হয়নি।একই ট্রেনের টিকেট কিনতে আসা জুবায়ের কবির জানালেন, ২৪ জুনের টিকেটের জন্য বৃহস্পতিবারও কমলাপুরে এসেছিলেন তিনি। কিন্তু না পাওয়ায় শুক্রবার এসেছেন ২৫ তারিখের টিকেটের জন্য।এসি টিকেট চেয়েছিলাম, পাইনি। তবে নন এসি পেয়েছি। যাক তাও তো বাড়ি যেতে পারব।

তবে কিশোরগঞ্জের কাউন্টারে ভিড় ছিল কিছুটা বেশি। এ কাউন্টারের সামনে নয়ন মিয়া নামের একজন জানালেন, তিনি কমলাপুরে এসে বসে আছেন আগের দিন থেকে।কিশোরগঞ্জের টিকেটের চাহিদা বেশি। দীর্ঘক্ষণ অপেক্ষা কইরা টিকেট পাইলাম। খুব ভাল লাগতাসে।ভিড়ের কারণে বৃহস্পতিবার টিকেট না কিনে ফিরে গিয়েছিলেন আবদুস সালাম। শুক্রবার সকালে এসে দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেনের টিকেট কিনেছেন তিনি।কাল ফিরে গেছিলাম। আজকেও তিস্তার টিকেট পাই নাই। তবে স্পেশালের টিকেট পাইছি।শুক্রবার চট্টগ্রাম রুটের ট্রেনের টিকেটের জন্য অন্যদিনের চেয়ে বেশি ভিড় দেখা গেছে কাউন্টারের সামনে। সোনারবাংলার টিকেট কেনার পর মো. তসলিম উদ্দিন নামের একজন বললেন, ফ্যামিলি নিয়ে বাসে যাওয়া খুব ঝামেলার। এজন্য ট্রেনই ভালো। আর সোনারবাংলা ট্রেন নতুন, আরামদায়ক।কমলাপুরের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন গত দুই দিন বেশি ভিড় ছিল। আজকে ২৫ তারিখের টিকেট দেওয়া হচ্ছে, এ কারণে ভিড় একটু কম।২৬ তারিখের বদলে ২৭ তারিখে ঈদ হলে সেদিনও ট্রেন সেবা থাকবে বলে স্টেশন ম্যানেজার জানান।পুরো বিষয়টাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদি ২৬ তারিখ ঈদ না হয় সেক্ষেত্রে আমাদের নিয়মিত ট্রেনগুলো কমলাপুর ছেড়ে যাবে। সেদিন তাৎক্ষণিক টিকেট বিক্রির ব্যবস্থা করা হবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে শুক্রবার রাজধানীর কমলাপুর স্টেশনে টিকিটপ্রত্যাশীদের ভিড় গত কয়েক দিনের তুলনায় কম। ফলে টিকিট প্রত্যাশীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি। টিকিট হাতে পেয়ে সবার চোখেমুখে ছিল বাড়ি যাওয়ার আনন্দ।সকাল আটটা থেকে শুরু হয় ২৫ জুনের যাত্রার আগাম টিকিট বিক্রি। অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীদের অনেকেই ভোরে কিংবা সকালে এসেছেন। তবে কাউন্টারের সামনের সারির দিকের কেউ কেউ ভোরে সাহ্রির পর স্টেশনে আসেন। বেলা গড়াতেই স্টেশনে লোকজনের ভিড় আস্তে আস্তে কমতে থাকে। কয়েকটি কাউন্টার একেবারেই ফাঁকা হয়ে যায়। দিনাজপুরের একতা, দ্রুতযান, নীল সাগর এক্সপ্রেস, চট্টগ্রামের তূর্ণা, মহানগর, চট্টলা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রাজশাহীর সিল্ক সিটি, পদ্মা, ধূমকেতু এক্সপ্রেস কাউন্টারের সামনে ভিড় ছিল না বললেই চলে। তবে দুপুর ১২টা পর্যন্তও দেওয়ানগঞ্জ, কিশোরগঞ্জের পথের ট্রেনের টিকিট কাউন্টারের সামনে ভিড় দেখা যায়। স্টেশন কাউন্টারের সামনে ১০ মিনিট দাঁড়িয়ে থেকে টাঙ্গাইল যাওয়ার টিকিট কেটেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান। তিনি প্রথম আলোকে বলেন, গতবার তাঁর বাবা এসেছিলেন টিকিট কাটতে। চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকিট পাননি। আর আজ তিনি পাঁচ মিনিটে দাঁড়িয়েই টিকিট কিনতে পারলেন। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী আরাফাত রহমানও স্টেশনে কম ভিড় দেখে স্বস্তি প্রকাশ করেন। তিনি গতকাল বৃহস্পতিবারেও টিকিট কিনতে এসেছিলেন। কাক্সিক্ষত চারটি টিকিট হাতে নিয়ে প্রথম আলোকে বললেন, আজকে ৪০ মিনিট দাঁড়ায়ে থেকেই টিকিট পেয়েছি। গতকাল তো টিকিট পেতে সাত ঘণ্টা দাঁড়াতে হয়েছিল। স্টেশনে নারীদের জন্য তিনটি কাউন্টার থেকে টিকিট নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। গত কয়েক দিনে নারী ও প্রতিবন্ধীদের জন্য একটিমাত্র কাউন্টার বরাদ্দ ছিল। এতে অনেক নারীই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর এই তিনটি কাউন্টার দেওয়া হয়।

গৃহিণী হাসিনা খাতুন স্টেশনে এসেই টাঙ্গাইল যাওয়ার নীলসাগর এক্সপ্রেসের টিকিট পেয়ে গেলেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবারই বাড়ি যাই। টিকিট কিনতে এসে দাঁড়িয়ে থেকে ভোগান্তিতে পড়তে হয়। আজকে তিন-চার মিনিট দাঁড়িয়ে থেকেই টিকিট পেয়েছি। অনেক ভালো লাগছে টিকিট হাতে পেয়ে।গত কয়েক দিনে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটিমাত্র কাউন্টার ছিল। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর তিনটি কাউন্টার দেওয়া হয়। তাই আজ এই নারী এসেই পেয়ে গেলেন টিকিট। গত সোমবার থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে সূত্র জানায়, আজ শেষ দিনে ২৪ হাজার ৬০৮টি টিকিট বিক্রির জন্য বরাদ্দ হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি হবে, ২৫ শতাংশ মুঠোফোন বা অনলাইনের মাধ্যমে, ৫ শতাংশ ভিআইপিদের জন্য এবং ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্তাদের জন্য বরাদ্দ।এবারের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী। তিনি ক বলেন, শেষ দিনেও সকাল থেকে সবাই টিকিট পাচ্ছে। কোনো বিশৃঙ্খলা বা ঝামেলাই হয়নি। মানুষের আচরণেরও পরিবর্তন হচ্ছে।এবারের ঈদ ২৬ জুন ধরে গত সোমবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন। আর ২৩ ও ২৪ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই অনেকেই এই দুই দিনের টিকিট কিনে ফেলেন। ২৫ জুন ঈদের আগের দিন হওয়ায় টিকিট কিনতে আসা লোকজনের ভিড় অন্যান্য দিনের তুলনায় কম ছিল।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২২ জুন থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দক্ষিণাঞ্চলের নৌপথগুলোতে বিশেষ ঈদ সার্ভিস শুরু করবে।বিআইডব্লিউটিসি ১৫ জুন থেকে অনলাইনে আগাম টিকিটের জন্য যাত্রীদের আবেদন নেওয়া শুরু করে। ২২ জুন থেকে বিশেষ সার্ভিস শুরুর দিনই আবেদনকারী যাত্রীদের টিকিট বিতরণ শুরু হবে। এবারের ঈদে রাষ্ট্রীয় নৌপরিবহন সংস্থার মোট ছয়টি নৌযান ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথে যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা।সংস্থার বরিশাল কার্যালয় সূত্র জানায়, ঢাকা-বরিশাল ও ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জপথে বিআইডব্লিউটিসির নিয়মিত চারটি নৌযান যাত্রী পরিবহন করে। ঈদ উপলক্ষে এই পথে অতিরিক্ত আরও দুটি নৌযান যুক্ত হবে। দুটি পথে মোট ছয়টি নৌযান যাত্রী পরিবহন করবে। এসব নৌযান হলো পিএস মাহ্সুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা, পিএস টার্ন, এমভি মধুমতি এবং এমভি বাঙ্গালী। ঢাকা-বরিশাল এবং ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ রুটে চলাচল করবে এসব নৌযান।ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিষয়ে জানতে চাইলে বরিশাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ১৫ জুন থেকে অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিটের আবেদন নেওয়া শুরু হয়েছে।আবুল কালাম আজাদ আরও জানান, ‘ঈদে সংস্থার নিয়মিত চারটি জাহাজের পাশাপাশি আরও দুটি জাহাজ বিশেষ সার্ভিস দেবে। ২২ জুন থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন থেকেই ঈদের বিশেষ সার্ভিসও শুরু করবে বিআইডব্লিউটিসি।’ ঈদে ঘরমুখী মানুষের চাপ সামাল দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।