আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ভোট চেয়ে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।তিনি শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি।সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা গোলাম কুদ্দুস, কবি কাজী রোজী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই, তিনি তার দলের জন্য ভোট চেয়েছেন। এই প্রথম তিনি আগামী নির্বাচনের জন্য ভোট চাইলেন।তিনি বলেন, ‘বএনপির নেতারা যত কথাই বলুক না কেন তাদের দলীয় চেয়ারপার্সনের কথায় স্পষ্ট হয়েছে বিএনপি আগামী নির্বাচনে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অংশ গ্রহণ করবে।এডভোকেট কামরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। আর আমরাও বিএনপিকে ছাড়া নির্বাচন করতে চাই না, ফাঁকা মাঠে খেলতে চাই না।তিনি বলেন, খালেদা জিয়াসহ বিএনপির নেতারা যত কথাই বলুক, আমরা বিএনপিকে নিয়ে নির্বাচন করতে চাই।বিএনপি নির্বাচনে আসবেই বলে উল্লেখ করে এডভোকেট কামরুল বলেন, নির্বাচন কালীন সহায়ক সরকারের দাবিসহ যে সব কথা তারা বলছে সেটা জনগণের সাথে ধোঁকাবাজী ছাড়া আর কিছুই নয়।কয়েক দিন আগে বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে বিএনপির জন্য ভোট চেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকার বলে কিছু নেই। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।