মংলা বন্দরের হাড়বাড়িয়ায় বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যাওয়ার ৩ দিন পর সিমেন্টের কাচামাল (স্লাগ) বোঝাই কার্গো জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় মেসার্স খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’র ২০ সদস্যের একটি ডুবরি দল ডুবন্ত জাহাজটি উত্তোলনে কাজ শুরু করেছেন। তারা ঘটনাস্থলে পৌছে জাহাজের ভিতরের হ্যাচ/কেবিনে থাকা প্রায় ৮শ ৭০ মেট্টিন টন স্লাগ অপসারণে কাজ করেন। ডুবন্ত জাহাজের ভিতর থেকে ম্লাগ বের করে পাশের অন্য নৌযানে রাখা হচ্ছে। পণ্য উত্তোলন শেষে জাহাজটি যখন হালকা হবে তখন জাহাজটির নিচ ও চারপাশে লোহার তার পেচিয়ে এবং ডুবন্ত কার্গোর দুইপাশে দুইটি বার্জের মাধ্যমে টেনে তোলা হবে। কার্গো জাহাজের মাস্টার নজরুল ইসলাম জানান, কার্গো উদ্ধারে বুধবার দুপুর থেকে কাজ শুরু হয়েছে।
মংলার কুমারখালী এলাকার একটি স্যালভেজ টিম এ কাজ করছে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে জাহাজটি উত্তোলন করা সম্ভব হবে। মের্সাস খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’র মালিক আবুল কালাম জানান, চুক্তির ভিত্তিতে আমরা জাহাজটি উত্তোলনের কাজ পাওয়ার পর বুধবার দুপুর থেকে কাজ শুরু করেছি। প্রথমে জাহাজের ভিতরের মালামাল অপসারণ করা হচ্ছে। এরপর জাহাজটি উত্তোলনের কাজ শুরু করা হবে। জাহাজটি উত্তোলনের জন্য চট্টগ্রাম থেকে দুই বার্জ ও ক্রেন ভাড়া করা হয়েছে। এ বার্জ ও সরঞ্জামাদি ঘটনাস্থলে এসে পৌছাতে আরো ৪/৫দিন সময় লাগবে। তবে আগামী ১০/১২ দিনের মধ্যে আমরা জাহাজটি উদ্ধার করতে পারবো।এদিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া ফরেস্ট অফিস সংলগ্ন সুন্দরবনে স্লাগ বোঝাই কার্গো ডুবির ঘটনায় জলজ ও প্রাণীজ সম্পদের কোন ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে কিনা সেজন্য খুলনা পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ ওই এলাকা থেকে পানি সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: সাইদুল ইসলাম। গত রবিবার রাতে হাড়বাড়িয়ার ৪ নং এ্যাংকোরেজে থাকা বিদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি আতিকিএসবি’র সাথে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায় প্রায় ৮শ ৭০ মে: টন ম্লাগ বোঝাই কার্গো জাহাজ এম,ভি সেবা। সেবা সিমেন্টের কাচামাল বোঝাই করে খুলনার রূপসাস্থ সুনসিং সিমেন্ট ফ্যাক্টরীরর জেটিতে যাওয়ার পথিমধ্যে দুর্ঘটনাকবলিত হয়।