গাজীপুরের কালিয়াকৈরে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু সম্প্রদায়ের) এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার বখাটে ছেলে সুমনকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সুমনকে কালিয়াকৈর থানায় আনা হয়। পরে তাকে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি মোঃ আব্দুল মোতালেব মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য , গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর সনাতন ধর্মাবলম্বী (হিন্দু সম্প্রদায়ের) এক ছাত্রী গত ২০ মে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন স্থানীয় বিএনপি নেতা শহীদ সরকারের বাসার কাছে পৌছে। এসময় ওই বিএনপি নেতার ছেলে সুমন ও তার ক’সহযোগীকে ওই ছাত্রীকে জোরপুর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষন করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি’র এক মেম্বারসহ ক’প্রভাবশালী ব্যাক্তি স্থানীয় ভাবে মিমাংসার কথা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু ১১দিন অতিবাহিত হলেও ধর্ষণের ঘটনার কোন বিচার হয়নি। অবশেষে বিচার না পেয়ে ধর্ষিতার বাবা-মা স্থানীয় সংসদ সদস্য এবং স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে জানালে তারা থানায় মামলা করার পরামর্শ দেন। এরপ্রেক্ষিতে ধর্ষণের অভিযোগে ধর্ষিতার মা শিল্পী রানী বাদী হয়ে শুক্রবার রাতে সুমন ও তার সহযোগীকে আসামী করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে সুমন সরকারকে গ্রেফতার করা হয়।