গাজীপুরে অপহৃত এক ব্যাক্তিকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তিন অপহরণকারীকে অস্ত্র ও ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এলাকার মোঃ শফি আহাম্মেদ (৩৭), টঙ্গীর আরিচপুর (গাজীবাড়ীর টেক) এলাকার স্বপন ইসলাম (৩২) এবং একই এলাকার মোঃ জাচ্চু মোল্লা (৪২)। বুধবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর বিসিক লিলিফুড মোড় হতে গত সোমবার রাতে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রাইভেটকার আরোহী ওই আসামীরা হাজী মোঃ আলমগীর হোসেনকে অপহরণ করে। অপহৃত আলমগীর হোসেন টঙ্গীর পূর্বআরিচপুর এলাকার ডাঃ আবু বাশারের ছেলে। গাড়িতে উঠিয়ে অপহরণকারীরা আলমগীরকে মারধর করে এবং প্রাইভেটকারে নিয়ে বিভিন্নস্থানে ঘুরাইতে থাকে। এ সময় অপহরণকারীরা আলমগীরের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। খবর পেয়ে গাজীপুর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরার তিন সড়ক মোড় এলাকার রাস্তার পাশ থেকে অপহৃতকে উদ্ধার এবং ওই তিন অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় পুলিশ আসামীদের নিকট হতে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২টি চাপাতি, ২টি ছোরা ও রশি উদ্ধার এবং প্রাইভেটকার জব্দ করে। তাদের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মাদক, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এই ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।