মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের শেষদিনে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের সাথে দেখা করতে পশ্চিম তীরে পৌছেছেন। বিগত তিন বছরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কোনোরূপ আলোচনা অনুষ্ঠিত হয়নি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও স্বীকার করেছেন এই দুই পক্ষের মধ্যে শান্তিচুক্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন একটি কাজ হবে। অপরদিকে পশ্চিম তীর এবং গাজা উভয় স্থানেই মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) ইসরায়েল সফরে ট্রাম্প দুইদেশের সম্পর্ক মজবুতের বিষয়ে জোর দিয়েছেন। ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তি বিষয়ে তিনি ট্রাম্প বলেছেন, ‘আমি শুনেছি এটা সবচাইতে কঠিন কাজের মধ্যে একটি। তিনি আরো বলেন, ‘তবে আমি আশা করছি সেটা ধীরে ধীরে সম্ভব।’ ট্রাম্প আশা করছেন আব্বাসের সাথে বৈঠক ফলপ্রসূ হবে। আব্বাসের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প আবার জেরুজালেমে ফেরত আসবেন। সেখানে তিনি ইয়াদ ইয়াসেম হলোকাস্ট মেমোরিয়া সফর করবেন এবং পরবর্তীতে ইসরায়েল জাদুঘরে ভাষণ দেবেন। সূত্র: বিবিসি