আওয়ামী লীগ হতে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের বিরুদ্ধে নানান অপতৎপরতার অভিযোগ করেন কুমিল্লা মুরাদ নগর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হলে কুমিল্লা মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ উপস্থান করেন। লিখিত বক্তব্য তুলে ধরেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন আওয়ামী লীগের নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অন্তড়ালে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে সামাজিক-রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র করছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনদ্বারা নির্যাতন, দমন, পীড়ন মাত্রা ছাড়িয়ে গেছে।
লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলীয় নেতাকর্মী ছাড়াও মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে হয়রানীসহ অপমান-অপদস্ত অব্যাহত রেখেছে ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। এই ধারাবাহিকতা চলতে থাকলে অচিরেই স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধারা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।
ঘুষ, টিআর কাবিখা দূর্ণীতি, চাকুরীর বানিজ্য নিয়ে স্থানীয় জনগণের মাঝে ইতোমধ্যেই বর্তমান সরকারকে বিতর্কিত করার নানান ধরনের ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত নাজুক পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। স্বতন্ত্র এই সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের পদত্যাগের দাবি জানিয়ে দলিয় সভাপতি শেখ হাসিনার যথাযথ ব্যবস্থাও কামনা করেন বলে জানান মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন মজনু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এসটি তানভির আহাম্মেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, জাকির হোসেন, আবুল কালাম আজাদ, কোষাদক্ষ আবদুল লতিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী শোকলাল দেবনাথ, সদস্য বিশ্বজিৎ সরকার, আবুল কালাম, আলমগীর ভূইয়া, স্বপ্ন কুমার পোদ্দার, একেএম গোলাম মোস্তফা নিপু প্রমুখ।