প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ডিউক অব নরফোক একাদশের বিরুদ্ধে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন মুশফিক। ব্যাট হাতে ১৩৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এছাড়া সৌম্য সরকার ৭৩ এবং ইমরুল কায়েসের ৪৪ রান দলের বিশাল সংগ্রহে বড় ভূমিকা রাখে। স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রপি খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছে টাইগাররা।