জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় কুমিল্লার মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।এ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি সাক্কুর স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন। তবে এ মামলার অভিযোগ থেকে আদালত সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনকে অব্যাহতি দিয়েছে বলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানিয়েছেন।সাক্কুকে গ্রেপ্তার এবং সম্পত্তি জব্দের অগ্রগতি জানিয়ে আগামী ৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন বিচারক।
দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতা ২০০৮ সালের ৭ জানুয়ারী ঢাকার রমনা থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা গত বছর ৪ ফেব্র“য়ারি আদালতে অভিযোগপত্র দেন।অভিযোগপত্রে বলা হয়, সাক্কু তার ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকার সম্পদ অর্জন করেছেন এবং এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।মামলার এজাহারে সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনকে আসামি করা হলেও অভিযোগপত্রে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করে দুদক।গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মত মেয়র হন বিএনপি নেতা সাক্কু।