গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর এলাকায় দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। জানাগেছে, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বর্তমান নজু মেম্বার ও সাবেক মান্দার মেম্বারের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ বাঁধে। সোমবার সকাল ১১ টার দিকে গঙ্গারামপুর এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দু’পক্ষের সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে উভয়পক্ষের অন্ত:ত ১৫ জন আহত হয়।

এরমধ্যে আশংকাজনক অবস্থায় আউয়াল মাতব্বর (৩৫) নামে একজনকে নিকটবর্তী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জলিরপাড় পুলিশ ফাঁড়ির আইসি এসআই জামাল জানিয়েছেন, পূর্ব-শত্র“তা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।