যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই কূটনীতিক বুধবার মস্কোতে আলোচনা শুরু করেছেন। সিরিয়ায় রাসায়নিক হামলা এবং পরবর্তীতে এর জবাবে দামেস্কে ওয়াশিংটনের ক্ষেপণাস্ত্র হামলা প্রশ্নে উভয় পক্ষের বিপরীতমুখী অবস্থানের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এ আলোচনা শুরু করেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিনিয়র কোন সদস্য এই প্রথমবারের মতো মস্কো সফরে গেলেন।