টাইটানিকের একটি বিরল ছবি আগামী ২২ এপ্রিল লন্ডনে নিলামে উঠছে। ব্রিটেনের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করার অল্প কয়েক দিন আগে ১৯১২ সালের ৯ এপ্রিল তোলা এই ছবিটি এতই ঝকঝকে যে জাহাজে কেউ একজন জানলা মুছছেন, তাও স্পষ্ট দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, সে যুগের আধুনিকতম গ্লাস ক্যামেরায় তোলা হয়েছিল এটি। সে বছর ১৪ এপ্রিল জাহাজটি ডুবে যাওয়ার এক মাস পরই ছবিটির মালিক জি এ প্র্যাট সেটি বিক্রি করে দেন। আশা করা হচ্ছে নিলামে এর দাম উঠবে অন্তত ৮ হাজার পাউন্ড।  একই সঙ্গে নিলাম হবে খুবই বিরল সোনার পদক। ডুবন্ত টাইটানিক থেকে ৭০৫ জনকে বাঁচানোর জন্য এইচ এ ডিন নামে এক নাবিককে এটি দেয়া হয়েছিল। এমন পদক পান মাত্র ১৪ জন। সেগুলির খুব কমই নিলাম-বাজারে এসেছে।