পাকিস্তানে গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক এক ভারতীয় নৌ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সামরিক আদালত। সোমবার স্থানীয় সময় বিকেলে এ রায় দেয়া হয়। পাকিস্তানের বেলুচিস্তান এবং করাচিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভুশান যাদব নামের ওই ব্যক্তিকে গত বছর মার্চে গ্রেফতার করা হয়। তিনি আদালতে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন বলে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও, কুলভুশান যাদব নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বলে আগেই স্বীকার করেছে নয়াদিল্লি। তবে, তার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের যোগাযোগ নেই বলে দাবি করে দেশটি।