স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়ে যাওয়ায় জেল কোড অনুযায়ীই জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকর করা হবে। রায় কার্যকর করতে কারাকর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এসব কথা বলেন। শনিবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা মুফতি হান্নানের আবেদন খারিজ করা হলে পরবর্তী করণীয় প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।
এর অাগে ৯ মার্চ দেওয়া রিভিউ খারিজের রায় ২১ মার্চ প্রকাশিত হয়।এবং ২২ মার্চ মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড বহাল রায় পড়ে শোনানো হয়। ২৩ মার্চ মৃত্যুদণ্ড বহাল রায়ের কপি কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মুফতি হান্নান ২৭ মার্চ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে তাদের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর প্রাণভিক্ষার আবেদন করেন। তার এই আবেদনপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রালয়ে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ঐ আবেদনের প্রেক্ষিতে প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী অারো বলেন, এবার পয়লা বৈশাখে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গল শোভাযাত্রায় বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না। বাংলা নববর্ষের উৎসব সফল করতে সকলের সহযোগিতাও চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।