সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়রকে পুনরায় বরখাস্তের বিষয়ে প্রধানমন্ত্রী জানেন না বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, এটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিদ্ধান্তে হয়েছে। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে। মন্ত্রী সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেমরা মাতুয়াইল এলাকায় নিউ টাউন কোনাপাড়া সড়কের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আদালতের রায় নিয়ে দায়িত্বে ফেরার পরপরই রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক ও মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছকে বরখাস্তের আদেশ হয় ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় এর আগে মন্ত্রণালয়ের আদেশে তাদের বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে পদে ফেরার পর নতুন মামলা দেখিয়ে তাদের বরখাস্ত করা হয়।সরকারবিরোধী দলের তিন মেয়রকে বরখাস্ত করায় বিএনপির সমালোচনার মধ্যে সোমবার ঢাকার ডেমরায় একটি সড়ক উদ্বোধনে গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, মেয়র বরখাস্তের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে।এর পেছনে যুক্তি কী, কারণ কী- এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানেন না।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন খোন্দকার মোশাররফ হোসেন।মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (সিটি কপোরেশন) আইন অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ জমির উদ্দিন সরকার সোমবার বলেছেন, বিরোধী রাজনৈতিক দল বিএনপির সদস্য হওয়ার কারণে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এক কলমের খোঁচায় বরখাস্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লসহ এলাকার নেতৃবৃন্দ। সেতু মন্ত্রী পরে স্থানীয় সামছুল হক খান স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। গত তিন মাস আগে মন্ত্রী এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে আসলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে সড়কটি নির্মানের আশ্বাস দিয়েছিলেন।মন্ত্রী জানান, সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটারের এই রাস্তাটি নির্মানের ফলে এলাকাবাসী সন্তুষ্ট হয়েছে। এর কারণে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ এলাকাবাসী উপকৃত হবেন।