এবার ময়মনসিংহ নগরীর একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে সেখান থেকে সাত জঙ্গি আটক করেছে পুলিশ। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। সোমবার দুপুর ২ টার দিকে নগরীর কালীবাড়ী সোহাগ পার্টি সেন্টারের বিপরীতে ১৭০ নং বাড়িটি ঘেরাওয়ের পর অভিযান চালিয়ে এই সাতজনকে আটক করা হয়। বাড়ীর মালিক ঢাকানিবাসী আইনজীবী আসিফ আনোয়ার মুরাদ। বাড়িটি পুরনো আমলের একটি পরিত্যাক্ত বলে জানা গেছে।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১২টা থেক ওই বাড়িটি ঘেরাও করে রাখে পুলিশ। পরে অভিযান পরিচালনা করে সেখান থেকে সাত যুবককে আটক করা হয়েছে।তিনি আরও জানান, বাড়িটির বিভিন্ন কক্ষ তল্লশী করে বেশ কয়েক রকমেরইলেকট্রনিক্স ডিভাইস, জেহাদী বই, বিদ্যুতের তার ও একটি বেসরকারি (আল আরাফাহ ইসলামী ব্যাংক) ব্যাংকের ৫০ লাখ টাকা লেনদেনের একটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।ময়মনসিংহ রেঞ্জের ডি আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে সেখানে কোনো রকম প্রতিরোধের মুখে পড়তে হয়নি। আটককৃতরে বাড়ি ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলায়। এদের একজন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটকদের জিজ্ঞাসাবাদ করছেন।