নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, জঙ্গিরা মানুষ হত্যা করে, আইএসও মানুষ হত্যা করে। কিন্তু হত্যাকান্ডের চরিত্রটা ভিন্ন ধরণের। আইএস গলা কেটে শিরচ্ছেদ করে অথবা গুলি করে মানুষ হত্যা করে। আর আমাদের দেশের জঙ্গীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করে। আমাদের দেশের জামায়াতীদের আক্রমন ও হত্যাকান্ডের চরিত্র ১৯৭১ সাল, ২০১৩, ১৪ ও ১৫ সালে যেমন ছিল এখনও তাই করছে। আইএসএর নামে জামায়াত এবং উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী জামায়াতের নেতৃত্বে জঙ্গী হত্যাকান্ড ও সন্ত্রাসের সৃষ্টি করছে।
শনিবার বিকেলে মোংলা বন্দরের দিগরাজ শিল্প এলাকায় ৫ একর জমির উপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মোংলা বন্দর পৌর ট্রাক টার্মিনাল, থ্রি ষ্টার হোটেল (ম্যানগ্রোভ ইন্টারন্যাশনাল) ও মাল্টিপার পাস সপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের কোন্দলের কারণেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী প্রার্থী পরাজিত হয়েছেন উল্লেখ করে বলেন, আমরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারি। এই নির্বাচনের পর বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় যা বলেছেন, যে নির্বাচন আনফেয়ার হয়েছে, কিন্তু ফলাফল ফেয়ার হয়েছে। এর অর্থটা কি আমি বুঝলাম না। যদি ফলাফল ফেয়ার হয়ে থাকে তাহলে নির্বাচনও ফেয়ার হয়েছে। তাদের আমাদের কোন কাজের ভাল দিক বলার সৎসাহস ও মানসিকতা নেই। ফলাফল ও নিবার্চন ফেয়ার হয়েছে তা না হলে বিএনপি জিতলো কি করে। এরমধ্যে দিয়ে তাদের আহবান জানাতে চাই আসুন আগামী নির্বাচনে আসুন জনগণ যাদের ভোট দেয় তারাই ক্ষমতায় অধিষ্ঠিত হবে। পৌর ট্রাক টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সদস্য অর্থ) মোস্তফা কামাল, মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো: জুলফিকার আলী ও উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।