বুধবার সকালে বগুড়ার গাবতলি মডেল থানার ওসি আব্দুল্লাহ আল হাসানের(৪৮) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ থানা কম্পাউন্ডে অবস্থিত বাসভবন(সরকারী কোর্য়াটার) থেকে উদ্ধার করার হয়েছে। পুলিশ বলছে তিনি আত্মহত্যা করছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ওসি আব্দুল্লাহ আল হাসান পাবনা থেকে ফেব্র“য়ারি মাসে বগুড়ার গাবতলি মডেল থানায় যোগদান করেন। গাবতলি থানা পুলিশ জানায়, ওসি সকাল ১০ টার দিকে বাসভবন থেকে থানায় এসে কিছুক্ষন ছিলেন। এর পরেই তিনি বাড়ি ফিরে যান। বেলা পৌনে ১১ টার দিকে তাকে খুঁজতে গিয়ে ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত লাশ পাওয়া যায়। কোয়াটারের প্রধান গেট বন্ধ থাকলেও তার ঘরের দরজা খোলা ছিলো। তিনি বাড়িতে একাই থাকতেন। তার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কদমতলা গ্রামে। স্ত্রী ও দুই সন্তান রাজশাহীতে থাকেন বলে পুলিশ জানায়। ওসির মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, প্রাথমিক পর্যবেক্ষনে বিষয়টি আত্মহত্যা বলেই তারা ধারণা করছেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।