সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে এখন মোবাইলফোন গ্রাহকের সংখ্যা প্রায় ১৩ কোটি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশ করা তথ্য অনুযায়ী ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬টি মোবাইলফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার। তালিকায় ৬টি কোম্পানির নাম থাকলেও সিটিসেলের গ্রাহক শূন্য দেখানো হয়েছে।
গ্রাহক সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন। দেশের শীর্ষ এই মোবাইলফোন অপারেটরের গ্রাহক সংখ্যা এখন ৫ কোটি ৯৩ লাখের কিছু বেশি। দ্বিতীয় অবস্থানে আছে বাংলালিংক। তবে এবছরের জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও অপারেটরটির গ্রাহক সংখ্যা ৩ কোটি ১৩ লাখের উপর ।
২ কোটি ৭০ হাজার গ্রাহক নিয়ে তৃতীয় অবস্থানে আছে রবি এবং চতুর্থ অবস্থানে থাকা এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৮২ লাখ ১৯ হাজার। পঞ্চম অবস্থানে আছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। টেলিটকের গ্রাহক সংখ্যা এখন ৩৭ লাখ ৩৩ হাজার।
দেশের প্রথম মোবাইলফোন অপারেটর সিটিসেল গত বছর ব্যবস্থাপনা ত্রুটি এবং বিটিআরসি’র পাওয়া বিপুল টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বন্ধ রয়েছে। তাই ২০১৭ সালের জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রকাশিত বিটিআরসির তালিকায় সিটিসেলের নাম থাকলেও গ্রাহক সংখ্যার জায়গায় শূন্য দেখানো হচ্ছে।