মৌলভীবাজারের দুটি স্থানে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে ফেলার পর এবার কুমিল্লায় সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। বুধবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার গঙ্গামতি এলাকার একটি ভবনে সন্দেহভাজন জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। খবর ইউএনবির। কুমিল্লার এসপি শাহ মো. আবিদ হোসেন জানান, বুধবার দুপুরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা কোটবাড়ীর দক্ষিণ বাগমারা বড় কবরস্থানের পাশে তিন তলা ওই বাড়ি ঘিরে ফেলেন।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানার খবর পেয়ে পুলিশ বিকেলে সদর দক্ষিণ উপজেলার গঙ্গামতির বড় কবরস্থানের পাশে তিনতলা একটি ভবন ঘিরে ফেলেছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই এই জঙ্গি আস্তানার খবর পাওয়া গেল। আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকায়। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।মৌলভীবাজারে অভিযানের মধ্যেই কুমিল্লার কোটবাড়ী এলাকায় আরও এক বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলেছে পুলিশ।কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানায় অভিযানে পাওয়া তথ্যেই তারা কুমিল্লার ওই বাড়ির সন্ধান পান।
কোটবাড়ী এলাকাটি কুমিল্লা শহরের এক প্রান্তে হলেও দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই বাড়ি সিটি করপোরেশনের ভেতরেই পড়েছে। পাশেই গন্ধমতী হাই স্কুল বৃহস্পতিবার সিটি নির্বাচনের কেন্দ্র। কুমিল্লার পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ওই বাড়িতে কয়েকজন জঙ্গি আছে এবং তাদের কাছে বোমা থাকতে পারে বলে আমরা ধারণা করছি।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, আমরা এখনও ওই বাসায় ঢোকার চেষ্টা করিনি। গোলাগুলির কোনো ঘটনাও এখনও ঘটেনি।সিলেটের দক্ষিণ সুরমায় এক জঙ্গি আস্তানায় দীর্ঘ পাঁচ দিনের অভিযান শেষ হওয়ার পর বুধবার ভোর থেকে মৌলভীবাজারের দুটি এলাকার দুই বাড়ি ঘিরে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। সেখানে দুটি বাড়ি থেকেই থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।