আউটসোর্সিং, ফ্রিল্যান্সারসহ প্রতিদিন আন্তর্জাতিক লেনদেনকারীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই দেশে চালু হচ্ছে অর্থ পরিশোধের জনপ্রিয় অনলাইন মাধ্যম পেপাল। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট।
গতবছর সোনালী ব্যাংক ও পেপালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও চালু হয়নি পেপাল। তবে এবার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতার পর পেপাল চালু হলে বিড়ম্বনা ছাড়াই আন্তর্জাতিক লেনদেন করা যাবে। বিশেষ করে আরও সহজ হবে প্রবাসীদের রেমিটেন্স সরবরাহ।