বাংলাদেশ ও রাশিয়া সম্প্রতি রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ¦ালানি ব্যবস্থাপনা ব্যয় বিষয়ে একটি খসড়া চুক্তি অনুমোদন করেছে।ব্যাপক আলোচিত এই চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য উভয় দেশ চূড়ান্ত ডকুমেন্ট তৈরিতে সম্মত হয়েছে।রোসাটম শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাটমিক এনার্জি করপোরেশন রোসাটম’র উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিকোলাই স্পাকি এবং ফেডারেল এনভায়রনমেন্টাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড নিউক্লিয়াস সুপারিভশন সার্ভিস’র (রোসাটেকহনাওজোর) উপ-প্রধান আলেক্সি ফিরাপনটভ’র নেতৃত্বের রাশিয়ার একটি প্রতিনিধিদল এখন ঢাকা সফরে রয়েছেন।
প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে রূপপুর এনপিপি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন ইস্যুর পাশাপাশি পরমাণু বিদ্রুৎ কেন্দ্রের জ¦ালানি ব্যবস্থাপনা ব্যয় বিষয়ে আন্তঃসরকার চুক্তির প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। বিস্তারিত আলোচনার পরে উভয় পক্ষ ঐক্যমতে পৌঁছেছে।ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ বৈঠকে অংশ নেন।প্রতিনিধিদল চুক্তির প্র¯‘তিমূলক পর্যায়ের এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের শুরুর মূল পর্যায়ের আলোচনা সম্পন্ন করেছেন।উভয় পক্ষ নির্ধারিত মেয়াদে রূপপুর এনপিপি বিদ্যুৎ ইউনিক-১ নির্মাণ কাজ শুরুর মূল বিষয় সমঝোতায় পৌঁছেছে। চলমান সহযোগিতা কার্যক্রম নিশ্চিত করতে উভয় দেশের সংশ্লিষ্ট তদারকি সংস্থা, বাংলাদেশ এটমিক এনার্জি কমিশন (বিএইসি) এবং এএসই গ্রুপ অব কোম্পানী নিয়ে একটি বিশেষ ওয়ার্কিং গ্র“প তৈরি করা হয়েছে।কর্মসূচির অংশ হিসেবে রাশিয়ান প্রতিনিধিদল রূপপুর এনপিপি নির্মাণ এলাকা পরিদর্শন করেছেন এবং বৈঠকে অংশ নিয়েছেন।বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) চেয়ারম্যান নঈম চৌধুরী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) চেয়ারম্যান ড. প্রকৌশী মো. মঞ্জুরুল হক এবং এসএই গ্র“প অব কোম্পানীর প্রতিনিধি ও প্রকল্পের সাধারণ ঠিকাদার বৈঠকে অংশ নেন।আরএনপিপি কার্যক্রমের সিডিউল চলতি বছরের জুন-জুলাইয়ে মস্কোতে অনুষ্ঠিতব্য জয়েন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে উপস্থাপন করা হবে।