‘ধন্য মুজিব ধন্য, বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

অনুষ্ঠানমালায় থাকছে- সকাল ১০টায় শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১১টায় লিয়াকত আলী লাকী এর পরিকল্পনাম গ্রন্থনা ও নির্দেশনায় নাটক: মুজিব মানে মুক্তি, দুপুর ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বিকেল ৫টায় শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর গল্প শোন, বিকেল ৫.৩০টায় শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী-দি সুজ, মাটির পাখি, মন ফড়িং, রক্তজবা ও মাধো।

দেশব্যাপী বাংলা সংস্কৃতির সঠিক বিকাশ ও চর্চার লক্ষ্যে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষকদের অংশগ্রহণে দুইদিনব্যাপী ‘নাট্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ দেশব্যাপী বাংলা সংস্কৃতির সঠিক বিকাশ ও চর্চার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষকদের আরো দক্ষ করে গড়ে তোলার লক্ষে আগামী ১৭ ও ১৮ মার্চ ২০১৭, রোজ শুক্র ও শনিবার ৬৪ জেলার শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষকদের অংশগ্রহণে দুইদিনব্যাপী ‘নাট্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে সকাল ৯.৩০টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, শিশুবন্ধু ও নাট্যজন জনাব লিয়াকত আলী লাকী, একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাওকাত ফারুক।

দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন আবৃত্তি শিল্পী মীর বরকত, নাট্যজন কামাল উদ্দিন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক সাইদুর রহমান লিপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান আব্দুল হালিম প্রামাণিক, নৃত্যশিল্পী তামান্না রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।