ভারতীয় কুচবিহার জেলা কারাগারে ২ বছর জেল খাটার পর ৩ বাংলাদেশিকে যুবককে ফেরত দিয়েছে ভারতীয় চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে ফেরত দেন ।
ঐ ৩ জন হলেন পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের ফজর উদ্দিনের ছেলে নুর হোসেন(২৫) ও আজার উদ্দিনের ছেলে মেহরাজুল (২৪) এবং কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ি গ্রামের আফছার আলীর ছেলে সাবু(২৬)।
প্রাপ্ত খবরে জানা যায়, ঐ ৩ যুবক গত ৩ ফেব্রুয়ারী ২০১৫ সালে গরু আনতে গিয়ে সীমান্তে বিএসএফের হাতে আটক হন। ভারতীয় কুচবিহার জেলা কারাগারে ২ বছর জেল খাটার পর আজই তাদের মুক্তি মেলে।
ঐ ৩ যুবককে ফেরতের সময় উপস্থিত ছিলেন বুড়িমারী ইমিগ্রেশন অফিসার এসআই আনোয়ার হোসেন ও চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন অফিসার এ্যানথোনী। পরে পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি