রাজশাহীর তানোরে ভাসুর ও ননদের উপর অভিমান এবং পাঁচজনের বিরুদ্ধে সুইসাইট নোট লিখে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু ও বিষপানে এক বৃদ্ধার আত্মহত্যার পৃথক দুটি ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে নিজ ঘরে তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে শাহানাজ বেগম(৩২) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়। তিনি উপজেলার কলমা ইউপির নড়িয়াল গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী।
অপরদিকে, রোববার দিবাগত রাতে অভিমান করে বিষপানে শফিকুল ইসলাম(৫৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার টকটকিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র। পৃথক এ অনাকাংখিত মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম (এরির্পোট লিখার সময়) প্রতিবেদকে জানান, রোববার রাতে দুই মরাদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত শেষে লাশ পরিবারের লোজনের কাছে হস্তান্তর করা হবে। ওসি আরো জানান, তবে গৃহবধূ আত্মহত্যার ঘটনায় রোববার রাতে নিহতের ভাই বাদি হয়ে ৫ জন নামধারী ও ৪/৫ জন অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামী করে থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন আর বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি