রাজধানীর রামপুরার কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দুই নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত পাঁচজন হলেন বরিশালের নাসির ও রাসেল তালুকদার, রংপুরের রুস্তম, পিরোজপুরের আমির হোসেন এবং রাজবাড়ীর সোহেল রানা। এ ছাড়া একই মামলায় নুর আলম ও মাসুদ মিয়াকে ১০ বছর এবং সেলিনা ও নুরজাহান নামের দুই নারীকে দুই বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে রুস্তম পলাতক রয়েছেন।মামলার বিবরণে জানা যায়, আসামিরা ২০১৫ সালের ২ মার্চ রাতে রামপুরায় কর কমিশনার আবু তাহেরের বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গয়না ও টাকা-পয়সা লুট করে।যাওয়ার সময় তারা তাহেরের হাতের রগ কেটে দেয়। পরদিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
নূরজাহান ও সেলিনা ছিলেন ওই বাড়ির পরিচারিকা। তারা অন্য আসামিদের ডাকাতিতে সহযোগিতা করেন। আর নাসির খান এক সময় আবু তাহেরের গাড়িচালক হিসাবে কাজ করলেও পরে চাকরিচ্যুত হন।ওই ঘটনায় তাহেরের ছেলে এটিএম আরিফুল হক রামপুরা থানায় ডাকাতি ও হত্যার অভিযোগে এ মামলা করেন।তদন্ত শেষে গতবছর ৬ জানুয়ারি পুলিশ নয়জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। পরে মামলাটি চতুর্থ মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুতবিচার ট্রাইব্যুনালে আসে। বাদীপক্ষে মোট ২৩ জনের সাক্ষ্য শুনে বুধবার রায় দেন বিচারক।