স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গাজীপুরের টঙ্গীতে প্রিজন ভ্যানে হামলা এবং কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর আক্রমণ চালিয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা যাবে না।তিনি বলেন, বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে পারিনি, তবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। দেশের মানুষ একত্রে থাকলে আমরা আরও সাফল্য অর্জন করবো।
মঙ্গলবার রাজশাহীর পবা থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করেছেন। সর্বপরি দেশের মানুষ এক ছিলযতদিন সাধারণ মানুষ এক থাকবেন ততদিন এদেশে জঙ্গি-সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মত দেন তিনি।মুফতি হান্নানের সহযোগীকে বহনকারী প্রিজন ভ্যানে বোমা হামলা ও কুমিল্লায় জঙ্গি আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশি ও আন্তর্জাতিক চক্রান্ত সবসময়ই ছিল। পরিস্থিতি অস্থিতিশীল করতে এমনটা করা হচ্ছে। তবে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব রাখা হবে না।
এদিকে,ফাঁসির আসামি জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানকে ছিনিয়ে নিতে প্রিজন ভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবা আক্তার মঙ্গলবার এ আদেশ দেন।গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা পুলিশ দুপুরে মোস্তফাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ অগাস্টের গ্রেনেড মামলার হাজিরার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সকালে ঢাকার আদালতে পাঠানো হয়।হাজিরা শেষে প্রিজনভ্যানে করে তাদের আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিকাল সাড়ে ৫টার দিকে প্রিজনভ্যান লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।ঘটনাস্থল থেকে হাতবোমা, সাউন্ড গ্রেনেড, চাপাতিসহ মাদ্রাসা ছাত্র মোস্তফা কামালকে (২৫) আটক করা হয়।ওই ঘটনায় সোমবার রাতে টঙ্গী থানায় মোস্তফার নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৭/৮ জনকে আসামি করেছেন থানার এসআই অজয় কুমার চক্রবর্তী।মোস্তফা কামাল ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।