সরকার বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ প্রকল্পের পরামর্শক নিয়োগে চুক্তি স্বাক্ষর করেছে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রেল ভবনে রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ের পক্ষে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কাজী রফিকুল আলম এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে জাপানের অরিয়েন্টাল কনসালট্যান্স গ্লোবাল কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) রায়োহেই ইশি (জুড়যবর ওংযর) নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এসময় রেলসচিব ফিরোজ সালাহ উদ্দিন ও রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাটোসি নিশিকাতা (ঞধশধঃড়ংযর ঘরংযরশধঃধ), বাংলাদেশে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী তোসিউকি নোগুচি (ঞড়ংযরুঁশর ঘড়মঁপযর) সহ রেলপথ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা হালনাগাদকরণ, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট আসেসম্যান্ট প্রতিবেদন চুড়ান্তকরণ, ডিটেইল্ড ইনভেস্টিগেশন ও সার্ভে পরিচালনা করে ডিটেইল্ট ডিজাইন, ড্রইং, প্রাক্কলন ও দরপত্র দলিল প্রণয়ন, দরপত্র প্রক্রিয়া ও মূল্যায়নে সহায়তা এবং নির্মাণ কাজ সুপারভিশনে সেবা প্রদান করা হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সরকার জাতীয় এবং উপ-আঞ্চলিক রেল যান চলাচলের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার লক্ষ্যে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে একটি পৃথক রেল সেতু নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। এলক্ষে ‘বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ’ নামক একটি প্রকল্প ২০১৬ সালের ৬ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৭৩৪ দশমিক শুন্য ৭ কোটি টাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও জানানো হয়েছে, এ প্রকল্পের আওতায় বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর ৩০০মিটার উজানে ডুয়েল গেজ ডাবল রেল লাইনের সং¯’ানসহ ৪ দশমিক ৮ কিলোমিটার দৈঘ্যের রেলসেতু নির্মাণ করা হবে। সেইসাথে সেতুর উভয় প্রান্তে বঙ্গবন্ধু সেতু পূর্ব’ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম’ স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেল লাইন করা হবে এবং সিগন্যালিং ব্যবস্থার মডিফিকেশন করা হবে।এর অংশ হিসেবে প্রকল্পের ডিটেইল্ড ডিজাইন. দরপত্র সেবা ও সুপারভিশনে পরামর্শক হিসেবে অরিয়েন্টাল কনসালট্যান্স গ্লোবাল কোম্পানী লিমিটেডকে মনোনীত করা হয়েছে।
ওই কোম্পানির সাথে যৌথভাবে কাজ করবে জাপানের চৌদায় (পযড়ফধর) কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড। তাদেরকে সহযোগিতা করবে এসিই কনসালটেন্স লিমিটেড।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও জানানো হয়েছে, ৮ ফেব্র“য়ারি সিসিজিপি সভায় পরামর্শক ক্রয় প্রস্তাব মোট সমমূল্য ৭৪৭ কোটি ৫৮ লাখ লাখ টাকায় অনুমোদিত হয়েচে, যার মধ্যে আয়কর-ভ্যাট বাবদ ১৫৮ দশমিক ৯৪ কোটি টাকার সংস্থান রয়েছে। আর আজ পরামর্শক প্রতিষ্ঠানের সাথে পরামর্শক সেবার জন্য রেলওয়ের সাতে চুক্তি পত্র স্বাক্ষরিত হলো।