ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্ররা দি ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল পদক লাভ করছে। ছাত্ররা রৌপ্য তালিকায় পুরস্কার লাভ করেছে বলে পদক প্রদানকারী সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।ছাত্ররা নিজ উন্নয়ন উদ্যোগের বিশেষ সাফল্য প্রমাণ করায় এই পুরস্কার অর্জন করেন। কলেজের ১৪০ জন ছাত্র বিশ্বের অন্যতম সুনামধারী এই পুরস্কারটি লাভ করেছেন।পুরস্কারটি সেই সব তরুণদের প্রদান করা হয়ে থাকে যেসব তরুণ সম্প্রদায় বিশ্বকে পরিবর্তনে নিজেদেরকে আত্মনিবেদিত করে থাকে। জীবন দক্ষতা দিয়ে সমাজকে পরিবর্তনের কাজ করে।পুরস্কারটি বাংলাদেশে প্রথম ২০০৮ সালে প্রবর্তিত হয়েছিলো।

তরুণরা বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করে থাকে। এর মধ্যে রয়েছে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান, পরিবেশ রক্ষায় প্রচারণা কর্মসূচি, বিদেশী শিক্ষায় দক্ষতা অর্জন, সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ ও ক্রীড়ায় নৈপুণ্য প্রদর্শন।দি ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল এওয়ার্ডের প্রধান কার্যালয় যুক্তরাজ্যে। এর আঞ্চলিক কার্যালয় অস্ট্রেলিয়ায়। ১৯৫৬ সাল থেকে প্রতিবছর বিশ্বের ৩ লাখ তরুণকে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের তরুণ সম্প্রদায়ের মাঝে এই পুরুস্কর প্রদান করা হয়ে থাকে।যুব ও তরুণ সমাজের আত্মউন্নয়ন প্রদর্শনীর স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।