নাৎসী নেতা অ্যাডলফ হিটলার কে ‘নিজের ঈশ্বর’ বলে বর্ণনা করা যুক্তরাজ্যের এক নাগরিককে বিদ্বেষ ছড়ানোর অপরাধে দোষীসাব্যস্ত করে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে লন্ডনের একটি আদালত।শন ক্রাইটন নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মুসলিম ও ইহুদির হত্যা করার’ আহ্বান জানিয়ে পোস্ট দেন।বৃহস্পতিবার লন্ডনের একটি আদালত ক্রাইটনকে সন্ত্রাস এবং ঘৃণা ছড়ানোর অপরাধে দোষী সাব্যস্ত করে কারাদন্ড দেয়।বিবিসি জানায়, উত্তর লন্ডনের এনফিল্ডের বাসিন্দা ক্রাইটন সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী এবং বিদ্বেষ প্রকাশ করে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন।
অ্যাসল্ট রাইফেল হাতে নাৎসীদের পতাকার সামনে দাঁড়ানো ক্রাইটনের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তদন্ত শুরু হয় বলে জানায় এনডিটিভি।তদন্তে ক্রাইটনের বিরুদ্ধে বিস্তৃত আকারে ঘৃণার প্রচারণা চালানোর প্রমাণ পাওয়া যায়।ক্রাইটনকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ‘প্রতিজ্ঞাবদ্ধ বর্ণবাদী’ বলে বর্ণনা করেন।তিনি বলেন, তিনি নাৎসীবাদ এবং অ্যাডলফ হিটলারের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত। জিজ্ঞাসাবাদের সময় ক্রাইটন হিটলারকে তার ঈশ্বর বলে বর্ণনা করেন।হিটলারের একটি ছবি এবং সেটার পাশে মুসলিমদের হত্যা কর লেখা বার্তা দিয়ে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ক্রাইটন।অন্য একটি পোস্টে তিনি লেখেন ‘ইহুদিরা মৃত্যুর জন্য প্রস্তুত হও’, পাশে একটি আগ্নেয়াস্ত্র এবং নাৎসীদের প্রতীকের ছবি।ক্রাইটনের কারাদন্ডাদেশের পর লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ড ডিয়ান হেইডন বলেন, একই ভাবে অন্যান্য ধরণের চরমপন্থাকেও প্রতিহত করা হবে।