সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী নৃশংস খুনের শিকার মাহমুদা খানম ওরফে মিতুর মোবাইলের সিমটি একজন রিক্সা চালকের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোলার লালমোহন উপজেলার বাসিন্দার (পেশায় চট্রগ্রাম মহানগরীর একজন রিক্সা চালক) কাছ থেকে সিমটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো.কামরুজ্জামান বলেন, সিম উদ্ধারের আগ পর্যন্ত মিতুর মোবাইলের কোন সন্ধান পুলিশ পায় নি।। তিনি বলেন, রিক্সা চালক নগরীর বাকলিয়া এলাকায় তিন মাস আগে সিমটি খুঁজে পেয়েছিল বলে আমাদের জানিয়েছে। জিজ্ঞাসাবাদের পর আমরা তাকে নির্দোষ হিসাবে মনে করায় ছেড়ে দিয়ে সিমটি নিয়ে ফেরত এসেছি।
এর আগে গত ২৬ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তার কাছে মিতুর মা শাহেদা মোশাররফ মোবাইলটি সচল থাকার কথা বলেছিলেন।গত বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি মোড়ে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সদর দপ্তরে কমর্রত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পুলিশ গত আট মাসে একাধিক লোককে গ্রেপ্তার করলেও মোটিভ সম্পর্কে কোন ধারণা পায়নি।