পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগে নির্মাণকাজ বিলম্বিত হওয়ায় বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন (১০০ কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ দাবি করেন। মোহাম্মদ নাসিম বলেন, তিন বছর আগে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেওয়ায় জাতির কাছে আমরা অসম্মানিত হয়েছিলাম, সারা বিশ্বের কাছে আমাদের ছোট করা হয়েছিল। তৎকালীন সময়ে করা অভিযোগ এখন কানাডার আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা বিশ্বব্যাংকের তৎকালীন সিদ্ধান্তকে নিন্দা জানাই। আমরা এখন তাদের জবাব জানতে চাই। পাশাপাশি পদ্মা সেতু থেকে মিথ্যা অভিযোগ দিয়ে অর্থায়ন ফিরিয়ে নেওয়ার কারণে কাজের বিলম্বসহ অনেক ক্ষতি হয়েছে। এই কাজের ক্ষতিপূরণ বাবদ এক বিলিয়ন ডলার মঞ্জুরি হিসেবে আমাদের দিতে হবে।
নাসিম আরও বলেন, এই ষড়যন্ত্রের নাটের গুরু ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস একটি পক্ষকে খুশি করে নোবেল পুরস্কার নিয়েছেন। আর এই পুরস্কারের প্রভাব খাটিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। একটা চক্রকে সঙ্গে নিয়ে তিনি দেশের উন্নয়নের অন্যতম নজির পদ্ম সেতু নির্মাণের কাজকে বাধাগ্রস্ত করেন। তাই আমরা স্পিকারের কাছে আবেদন করেছি, তাঁকে সংসদীয় স্থায়ী কমিটির কার্যনির্বাহী কমিটির সভায় ডেকে জবাবদিহি করা হোক। আমরা মনে করি, ইউনূসসহ সব ষড়যন্ত্রকারীর বিষয়ে দেশের জনগণের জানার অবকাশ আছে।১৪ দলের মুখপাত্র মোহাম্মদ বলেন, এই অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পদ্মা সেতুর কাজে তিল পরিমাণ দুর্নীতি নেই। তারপরও প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তথা বাংলাদেশকে হেয় করা হয়েছে। আজ অনেক বাধা অতিক্রম করে প্রমাণিত হয়েছে, পদ্মা সেতু নির্মাণকাজে কোনো দুর্নীতি হয়নি। তাই ১৪ দল মনে করে, এসব ষড়যন্ত্রকারী ছাড়া পেতে পারেন না। তাঁদের জনগণের সামনে দাঁড় করাতে হবে।
এই ইস্যুতে যাঁরা হেয় হয়েছেন, মন্ত্রিত্ব হারিয়েছেন, এই রায়ের পর তাঁদের মন্ত্রিত্ব ফিরিয়ে দেয়া হোকÑসাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজ্জার এমন দাবিকে কীভাবে দেখছেনÑসাংবদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, তাঁর শুভবুদ্ধির উদয় হয়েছে।তিনি বলেন, একটা চক্র সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের অন্যতম নজির পদ্মাসেতু নির্মাণের কাজ বাধাগ্রস্ত করেন তিনি। তাই আমরা স্পিকারের কাছে আবেদন করেছি সংসদীয় স্থায়ী কমিটিতে ডাকতে হবে তাকে জবাবদিহিতার জন্যে। আমরা মনে করি ইউনূসসহ সব ষড়যন্ত্রকারীদের বিষয়ে দেশের জনগণের জানার অবকাশ আছে। তাই ইউনুসসহ যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলো তাদের সংসদীয় কমিটিতে ডাকতে হবে।
নাসিম বলেন, নতুন গঠিত নির্বাচন কমিশন (ইসি) আজ শপথ নিতে যাচ্ছে। এ ইসিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এই ইসি আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলেও আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আজ ১৫ ফেব্র“য়ারি। ১৯৯৬ সালের এই দিনে বিএনপি একটি ভোটারবিহীন নির্বাচন করেছিলো। সেই নির্বাচনের পর খালেদা জিয়ার সরকার বেশি দিন টিকে থাকতে পারেনি। দেড় মাসের মাথায় আন্দোলনের কাছে নতি স্বীকার করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলো। ১৪ দলের সভা শেষ আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের নেতা অসিত বরণ রায় ও গণতন্ত্রী পার্টির নেতা শাহাদাত হোসেন প্রমুখ।