দেশে ক্ষীণদৃষ্টি সম্পন্ন মানুষের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ব্র্যাকের উদ্যোগে ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়।

এতে উল্লেখ করা হয়, দেশের ৬১টি জেলায় ৪৬ লাখ ৮৭ হাজার ৬৩৯ জনকে চক্ষু পরীক্ষার আওতায় নিয়ে আসা হয়। এরমধ্যে ৩০ লাখ ৭৬ হাজার ৭৮০ জনই ক্ষীণদৃষ্টি সম্পন্ন চিহ্নিত করা হয়েছে।

রোববার রাজধানীর মহাখালির ব্র্যাক সেন্টারে ব্র্যাক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিশনস্প্রিং এর যৌথ আয়োজনে ১০ লাখ চশমা: উজ্জ্বল হউক দৃষ্টি’ শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলা হয়।ব্র্যাক ক্ষীণদৃষ্টি মানুষদের মধ্যে স্বল্পমূল্যে মানসম্পন্ন ১০ লাখ ৪৮ হাজার ৭৭৭টি চশমা প্রদান করেছে।চশমা প্রদানের পাশাপাশি চক্ষু পরীক্ষা ও চোখের রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করতে ব্র্যাকের প্রায় ৩২ হাজার ৯১৭ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।সংস্থার নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট) এএইচএম এনায়েত হোসেন।