নবগঠিত নির্বাচন কমিশনারদের অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন, রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।
আজ সোমবার রাতে নবগঠিত কমিশন সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগ নেতারা বাসসকে দেয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন তাদের আমরা অভিনন্দন জানাই। তারা সবাই দক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তি। অতীতের মতো আগামী নির্বাচনেও তারা দক্ষতার পরিচয় দেবেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আমরা আগেই বলেছিলাম মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তার প্রতি আমরা সম্মান জানাবো। রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন তারা কর্মজীবনে দক্ষতার পরিচয় দিয়েছেন। আশা করি আগামীতেও তারা দক্ষতার পরিচয় দেবেন।
সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তে প্রতি শ্রদ্ধাশীল।
সূত্র : বাসস